ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার নারী অ্যাথলেট!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুন ১৪, ২০১২

কলকাতা: এক নারীকে ধর্ষণের অভিযোগে কলকাতায় বৃহস্পতিবার গ্রেফতার হলেন জাতীয় স্তরের নারী অ্যাথলেট পিঙ্কি প্রামাণিক।

তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এক নারী দাবি করেছেন, পিঙ্কি প্রামাণিক আসলে মহিলা নন, তিনি একজন পুরুষ৷ পিঙ্কি দীর্ঘদিন ধরেই তাকে ভয়ও দেখিয়ে আসছিলেন।



পিঙ্কির বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগও দায়ের করেন তিনি। এরপরই সকালে পিঙ্কিকে গ্রেফতার করে পুলিশ ৷

এদিনই তাকে আদালতে তোলা হবে৷ আদালতের অনুমতি নিয়ে পিঙ্কির মেডিক্যাল টেস্ট করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে৷

৩ বারের ভারতের জাতীয় চ্যাম্পিয়ন অ্যাথলেট পিঙ্কি ২০০৬ সালে এশিয়ান গেমসের ৪ X ৪০০ মিটার রিলে রেসে মেয়েদের বিভাগে সোনা জিতেছিলেন ৷ ওই বছরই মেলবোর্ন কমনওয়েলথ গেমসে রুপাও পেয়েছেন তিনি ৷

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুন ১৪, ২০১২
আরডি/ সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।