ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশের ইলিশ শিলিগুড়িতে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০১২

শিলিগুড়ি: বাংলাদেশের ইলিশ এবার চলে এলো উত্তর-পূর্ব ভারতের প্রবেশ পথ শিলিগুড়ি শহরে।
দেরিতে হলেও সাড়ে ৬০০ থেকে সাড়ে ৭০০ গ্রামের ইলিশ শিলিগুড়ির বাজারে মিলছে।



স্থানীয় ইলিশ আমদানিকারক প্রদীপ দত্ত শুক্রবার বাংলানিউজকে বলেন, এবার বিলম্বে বর্ষা শুরু হওয়ায় দেরিতে আসছে পদ্মার ইলিশ। বুধবার দুপুরে পেট্রাপোল সীমান্ত দিয়ে ৮টন ইলিশ রাজ্যে এসেছে। এর মধ্যে সাড়ে ৫টন গেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাজারে। বাকিটি শিলিগুড়িতে এসেছে।

তিনি বলেন, গতবারের চেয়ে এবার ইলিশের দাম বেশি। বাজারে এর মূল্য সাড়ে ৪শ রুপির কাছাকাছি।

বাংলাদেশ সময় : ১৩৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।