ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূলকে বিচ্ছিন্ন করার চেষ্টা, বুদ্ধ-বিমানকে ফোন প্রণবের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, জুন ১৫, ২০১২

কলকাতা: জাতীয় রাজনীতিতে ভারতে প্রেসিডেন্ট নির্বাচন কিছুটা নাটকীয়ভাবে কংগ্রেসকে সিপিএমের কাছাকাছি এনে দিল।

মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়ে সোনিয়ারা এদিন হাত বাড়িয়েছেন পুরনো মিত্র সিপিএমের দিকেও।

এদিন রাষ্ট্রপতি নির্বাচনে বামেদের সমর্থন চেয়ে বুদ্ধদেব ভট্টাচার্য ও বিমান বসুকে ফোন করেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

ওই দুই সিপিএম নেতা জানিয়েছেন, এ বিষয়ে দলগতভাবে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে৷ শেষ খবরে জানা গিয়েছে, প্রণবকে সমর্থনে রাজি বুদ্ধ-বিমান। এ বার তারা কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানোর উদ্যোগ নিয়েছেন।
 
এরপরই বেশ কিছুটা সময় নেওয়ার পর প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাই নিয়ে মমতা ব্যানার্জিকে সরাসরি আক্রমণের পথ নিল কংগ্রেস।

এদিন সরকারের অস্তিত্ব বাজি রেখেই বৃহস্পতিবারে দিল্লিতে তৃণমূলনেত্রীর দিকে ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় মুখপাত্র অম্বিকা সোনী।

সোনিয়া গান্ধির সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি প্রার্থীদের নাম প্রকাশ্যে আনায় তৃণমূলনেত্রীর কড়া সমালোচনা করেছেন অম্বিকা।

সোনি এদিন বলেন, ‘মমতার কোনও রাজনৈতিক বোধ নেই ৷যেভাবে বৈঠকের পরে প্রার্থীদের নাম প্রকাশ্যে এনেছেন, তা অনৈতিক। ’

প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করারও সমালোচনা করে সোনি বলেন, ‘এটা অসৌজন্যের পরিচয়। ’

প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাসভবনে শুক্রবার ইউপিএ-র জরুরি বৈঠকও ডাকা হয়েছে৷ তবে ওই মমতার গরহাজির থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, জুন ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।