ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাবেক প্রেসিডেন্ট কালামই পছন্দ মমতার

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০১২

নয়াদিল্লি: ভারতের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বির্তকের মধ্যে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার জানিয়ে দিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামই তাদের প্রথম পছন্দের প্রার্থী।

কংগ্রেসের প্রার্থীকে যে মানবেন না তা-ও কার্যত জানিয়ে দিয়েছেন তিনি।



বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে এক সংবাদ বৈঠকে তিনি বলেন, ‘মুলায়ম সিংহ যাদবেরও পছন্দের প্রার্থী কালাম। এ ব্যাপারে মুলায়ম তাকে আশ্বস্ত করেছেন। ’

কালামকে যোগ্যতম প্রার্থী হিসেবে উল্লেখ করে মমতা বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে শাসকদল হারলে অন্তর্বর্তী নির্বাচনে যাওয়া হবে কি না তা কংগ্রেসকে ভাবতে হবে। ’

এ কথা বলে মমতা কার্যত কংগ্রেসকে অন্তর্বর্তী নির্বাচনের হুঁশিয়ারিও তিনি দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহের সঙ্গে ফের বৈঠক করেন তৃণমূলনেত্রী। রাত সাড়ে ৭টার পর ওই বৈঠক শেষে তিনি ফের জানান, কালামই আমাদের প্রার্থী। তার নামেই সর্বসম্মতি হওয়া প্রয়োজন।

রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই ঘিরে জোট-কাজিয়া একবারে প্রকাশ্য চলে আসায় শুক্রবার বৈঠকে বসছে ইউপিএ।

মুলায়মের বাসভবন থেকে বেরিয়ে মমতা ব্যানার্জি বলেন, ‘ওই বৈঠকের ব্যাপারে কিছু জানি না। ’

তবে মুলায়ম বুধবার মমতার সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে যোগ দিলেও এদিন তিনি সাড়াশব্দ করেননি। যা বলার, মমতাই বলেছেন।

মমতা জানান, তিনি কাউকে হুমকি দেননি। কারও হুমকিতে ভয়ও পান না। তৃণমূল ইউপিএ সরকার ছাড়বে না এবং তাদের সরকার ভেঙে দেওয়ার কোনও উদ্দেশ্যই নেই। কংগ্রেস চাইলে তারা জোট ছেড়ে বেরিয়ে যাবে।

এর আগে তৃণমূল সাংসদ কুণাল ঘোষ জানিয়ে দেন, কংগ্রেস প্রণব মুখার্জি বা হামিদ আনসারিকে প্রার্থী করলে তারা সমাজবাদী পার্টির সঙ্গে কালামকে প্রার্থী করে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয় প্রকাশ এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংএর নাম প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রস্তাব করার জন্য মমতার রাজনৈতিক সৌজন্যবোধ নিয়েও প্রশ্ন তোলে কংগ্রেস।

এর জবাবে মমতা এদিন জানান, এ বিষয়ে তিনি কিছু বলবেন না। তবে তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা আদৌ হ্রাস পায়নি।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, জুন ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।