ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুর্শিদাবাদে দুই কংগ্রেস কর্মী খুন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুন ১৯, ২০১২

কলকাতা: দুষ্কৃতকারীদের ছোঁড়া বোমায় নিহত হয়েছেন দুই কংগ্রেস কর্মী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডিহাগ্রামে।

নিহত দুই কর্মীর নাম রেজাউল হক ও হান্নান শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন মুর্শিদাবাদের নবগ্রাম পঞ্চায়েত ও শিবপুর গ্রাম পঞ্চায়েতের দুই কংগ্রেস সদস্য রেজাউল হক ও হান্নান শেখ।

শিবপুর গ্রাম পঞ্চায়েতের ডিহাগ্রামের কাছে হঠাত্‍‍ই তাদের ওপর চড়াও হয় দুষ্কৃতকারীরা। খুব কাছ থেকে তাঁদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই দুই কংগ্রেস কর্মীর।

রেজাউল হক মুর্শিদাবাদের নবগ্রাম পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও হান্নান শেখ শিবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তবে খুনের কারণ সম্পর্কে এখনই স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ। পারিবারিক বিবাদের জের, না রাজনৈতিক কারণে খুন, খতিয়ে দেখছে পুলিশ।

এ খুনের ঘটনায় সিপিআইএমের দিকেই অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ও নিহত দুই কংগ্রেস কর্মীর পরিবার।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিহতদের আত্মীয়রা কিছুক্ষণ লাশ আটকে বিক্ষোভ দেখান।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুন ১৯, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।