ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রণবকে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি প্রার্থী মনে করেন তৃণমূল সাংসদ কবীর সুমন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুন ২০, ২০১২

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাষ্ট্রপতি পদের জন্য এপিজে আব্দুল কালামের পক্ষে অটল থাকলেও তৃণমূল কংগ্রেসের সাংসদ গায়ক কবীর সুমন ভিন্ন মত প্রকাশ করেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে মুখ্যমন্ত্রী হুইপ জারি করলেও তিনি মানবেন না।

কারণ, রাষ্ট্রপতি নির্বাচনে তা সম্ভব নয়। এমনটাই বলেছেন সুমন।

তৃণমূলের সাংসদ হয়েও তিনি দীর্ঘ সময় ধরে দল থেকে নির্বাসিত।

কবীর সুমন বুধবার প্রকাশ্যে জানিয়ে দিলেন, তিনি কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রণব মুখার্জিকেই ভোট দেবেন। তিনি শ্রেষ্ঠ প্রার্থী। তিনি বঙ্গসন্তান-স্থিতধি মানুষ। সংসদ ও সংবিধান সম্পর্কে তার অগাধ জ্ঞান রয়েছে।

তিনি বলেন, প্রণব মুখার্জির অর্থনৈতিক অনেক মতই তিনি মানেন না। কিন্তু সাধারণ মানুষের কথা ভাবেন প্রণববাবু। লড়াই করে দাঁড়িয়েছেন। তার পায়ের তলায় শক্ত মাটি আছে। রাজনীতিটা বোঝেন।

এছাড়াও কবীর সুমন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি শ্রদ্ধা রেখেই বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ‘খেলা শেষ হয়নি’ শব্দটি ব্যবহার করে মুখ্যমন্ত্রী বোধ হয় সুরুচির পরিচয় দেননি।

অন্যদিকে এপিজে আব্দুল কালামের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, একবার রাষ্ট্রপতি হয়েছেন তিনি। এছাড়া হাইড্রোজেন বোমা বিস্ফোরণের সঙ্গে সম্ভবত তিনি যুক্ত ছিলেন বলে মত প্রকাশ করেন কবীর সুমন। তবে তথ্যটি ভুলে হলে তিনি ক্ষমাপ্রার্থী বলেও জানান।

মঙ্গলবার একটি কলকাতার টিভি চ্যানেলে কবীর সুমন বলেন, তিনি রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জিকেই চান। এদিকে মঙ্গলবারই অভিভাবকের মতো প্রণব মুখার্জি শারীরিক কুশল জানতে চেয়ে ফোন করেন সুমনকে।

প্রত্যুত্তরে সুমন তার কাছে রাষ্ট্রপতি নির্বাচনের নিয়মাবলী জানতে চান। প্রণব মুখার্জি তাকে বলেন, বিধানসভা বা লোকসভায় গিয়ে তিনি ভোট দিতে পারেন।  

প্রণব মুখার্জি দলীয় সাংসদ কবীর সুমনকে ফোন করেছেন, জানার পরে তৃণমূল কংগ্রেসের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রণব মুখার্জি দল ভাঙানোর চেষ্টা করছেন। এটা অনৈতিক কাজ।

একই সুরে এ ইস্যুতে প্রতিবাদ করেছেন রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী ফিরাদ হাকিম।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ২০, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।