ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উন্নয়নের স্বীকৃতি, ত্রিপুরা পাবে দশ কোটি টাকা: পবন সিং ঘাটোয়ার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুন ২১, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  উন্নয়নের স্বীকৃতি পেল ত্রিপুরা। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যথাযথ ভাবে বাস্তবায়ন করার জন্য রাজ্যকে এবছর অতিরিক্ত দশ কোটি টাকা সাহায্য করবে ডোনার মন্ত্রক।

এ ঘোষণা দিয়েছেন ডোনার মন্ত্রী পবন সিং ঘাটোয়ার।

উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রী পবন সিংহ ঘাটোয়ার রাজ্যে এসে বলেছেন উন্নয়নের ক্ষেত্রে উত্তর পুরবাঞ্চলের মধ্যে সেরা ত্রিপুরাই। এখানে কেন্দ্রীয় প্রকল্প গুলো দারুনভাবে রুপায়িত হচ্ছে। এই সাফল্যের স্বীকৃতি স্বরূপই ত্রিপুরাকে দশ কোটি টাকা দেবে ডোনার মন্ত্রক। ত্রিপুরার উন্নয়নে ডোনার মন্ত্রক যথাসাধ্য সাহায্য করবে বলে জানান কেন্দ্রীয় এই মন্ত্রী।

উল্লেখ্য, গত বছরও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বেশ সাফল্য দেখিয়েছিল ত্রিপুরা। গত বছরও রাজ্যকে দশ কোটি টাকা অতিরিক্ত সাহায্য করা হয়েছিল।

মঙ্গলবার দু দিনের সফরে রাজ্যে এসেছিলেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রী পবন সিংহ ঘাটোয়ার।

রাজ্যে উত্তর পুর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অধীনে যে সব প্রকল্পগুলো চালু আছে সে সব প্রকল্পের পর্যালোচনা করেন তিনি। রাজ্যে চালু থাকা বিভিন্ন প্রকল্পগুলির অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এরপরই তিনি সিদ্ধান্ত নেন রাজ্যকে অতিরিক্ত সাহায্য করার।

তিনি বলেন, ত্রিপুরাকে যত টাকা সাহায্য দেওয়া হয়েছে তার পুরোটা তারা ঠিকভাবে ব্যয় করেছে। এবং যথা সময়ে খরচের হিসাবও জমা দিয়েছে।    

পবন সিংহ ঘাটোয়ার রাজ্যে এসে দেখা করেন রাজ্যপাল ডি ওয়াই পাতিল এবং মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে। কথা বলবেন রাজ্যের উন্নয়ন নিয়ে।   

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ২১ ২০১২
তন্ময়/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।