ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে উদযাপিত জগন্নাথ দেবের রথযাত্রা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুন ২১, ২০১২

কলকাতা : উড়িষ্যার পুরীসহ ভারতের সর্বত্র মহাসমারোহে বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। বর্ষার সমাগমে এই উৎসব আরও মনোরম হয়ে উঠেছে।



জগন্নাথ-বলরাম-সুভদ্রা এদিন তাদের মাসির বাড়ি য‍ান রথে চড়ে। পুরীতে নানা রীতি আচারের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে।

দেশ-বিদেশ থেকে বহু মানুষ এসেছেন পুরীর রথযাত্রা দেখতে। ভোরে জগন্নাথ দেবের মন্দিরে মঙ্গলারতি ও পুজো অর্চনার মধ্য দিয়ে শুরু হয় উত্সবের৷ সকাল ৭টায় ভোগ বিতরণের পর রথের প্রতিষ্ঠা করা হয়৷

সকাল ৯টায় মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথে নিয়ে আসা হয়৷ দুপুর ১২টায় রাজা সোনার ঝাঁটা দিয়ে রথের পথ পরিষ্কার করেন৷ এরপরই আরতি করেন  শঙ্করাচার্য৷ বিকেল ৩টায় শুরু হয় রথযাত্রা৷ রথযাত্রাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন৷

পুরীতে এদিন প্রকৃতি দরাজ হাতে বৃষ্টি দিয়েছে। মানুষ গরমের হাত থেকে অনেকটা রেহাই পেয়েছেন। রথের রশি ধরতে হাজার হাজার ভক্ত রাস্তার দু’পাশে জমায়েত হন। বহু ভিআইপি এসেছেন। এদের মধ্যে রয়েছেন মাওবাদীদের হাত থেকে ছাড়া পাওয়া উড়িষ্যার বিধায়ক ঝিনা হিক্কাকা।

কলকাতায় পার্কসার্কাস থেকে ইসকনের রথ বের হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃষ্টিতে ভিজে তিনি রথের রশি টেনে অনুষ্ঠানের উদ্বোধন করেন। রাসবিহারি হয়ে ময়দানে আসে ওই রথ। সেখানে ৭দিন থাকবে। তারপর আবার পার্কসার্কাসে ফিরে যাবে।
 
৬১০ বছরের পুরানো ঐতিহ্যবাহী হুগলী জেলার শ্রীরামপুরের মাহেশের রথও বের হয় রাস্তায়। এরজন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল। সপ্তাহব্যাপী রথের মেলা চলবে। পাপড়-জিলিপি, খেলনা, গাছের চারা ও অন্যান্য জিনিসের পসরা নিয়ে বসেছে এই মেলা।

এছাড়াও নদিয়া জেলার নবদ্বীপেও ইসকনের রথ নিয়ে যথেষ্ট উন্মাদনা রয়েছে মানুষের মধ্যে।

বাংলাদেশ সময় : ১৫২১ ঘণ্টা, জুন ২১, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।