ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভালো আছেন বলিউডের সাবেক নায়ক রাজেশ খান্না

মুম্বাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, জুন ২২, ২০১২
ভালো আছেন বলিউডের সাবেক নায়ক রাজেশ খান্না

মুম্বই: এখন অনেকটাই ভালো আছেন বলিউড অভিনেতা রাজেশ খান্না৷ বৃহস্পতিবার পারিবারিক সূত্রে এই সংবাদ জানানো হয়েছে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি ৷গত কয়েকদিনে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তার৷ উদ্বিগ্ন হয়ে ওঠেন পরিবারের লোকজন৷

বহুদিন পর্দার আড়ালেই রয়েছেন বলিউডের `কাকা` বলে পরিচিত বিগত দিনের এই সুপারস্টার।

সম্প্রতি তাকে দেখা যাচ্ছিল টিভির বিজ্ঞাপনে।

বৃহস্পতিবার ভারতজুড়ে তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।

মুম্বাই শহরের বান্দ্রায় রাজেশ খান্নার বাংলোর বাইরে এদিন অপেক্ষমাণ সাংবাদিকদের বড় জামাই অক্ষয় কুমার বলেন, ‘তিনি ভালোর চেয়েও বেশি ভালো আছেন। আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। ’

গত বুধবার ৬৯ বছরের রাজেশের ম্যানেজার অশ্বিন জানান, গত তিন-চারদিন ধরে কিছুই মুখে তুলছেন না প্রবীণ অভিনেতা। এরপর থেকেই ভক্তদের ভিড় জমতে থাকে তার বাংলোর সামনে। সাবেক সুপারস্টার বাইরে বেরিয়ে এসে তাদের উদ্দেশে হাতও নাড়েন। তবে তাকে খুবই দুর্বল দেখাচ্ছিল।

জানা গিয়েছে, অসুস্থ রাজেশের এখন দেখাশোনা করছেন তার সাবেক স্ত্রী ডিম্পল কাপাডিয়াই। আর নিয়ম করে আসছেন জামাই অক্ষয়। বড় মেয়ে টুইঙ্কল আবার সন্তানসম্ভবা। তাই তার বোন রিঙ্কি অসুস্থ বাবাকে দেখভালের জন্য মুম্বই উড়ে এসেছেন বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, জুন ২২, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।