ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

একদিনের জন্য বহিষ্কৃত পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুন ২২, ২০১২

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে একদিনের জন্য বহিষ্কার হয়েছেন বিরোধী জোট বামফ্রন্টের শরিক ফরওর্য়াক ব্লকের বিধায়ক আলী ইমরান রামোজ।

শুক্রবার তাকে বিধানসভা থেকে বহিষ্কার করেন স্পিকার বিমান ব্যানার্জি।

তাকে বহিষ্কারের আদেশ দেওয়া মাত্রই রাজ্য সরকার বিরুদ্ধে স্লোগান দিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করে বেরিয়ে আসেন বামফ্রন্টের বিধায়করা।

পরে বিধানসভায় বিরোধী দলনেতার কক্ষে বসে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক ইমরান বলেন, ‘‘আমি কোনো কুরুচিকর মন্তব্য করেনি। রসিকতা করেছিলাম। ’’

তিনি বলেন, ‘‘আমি বলেছিলাম, মুখ্যমন্ত্রী হাওয়াই(ফোম) চটি পরেন, তার রঙ নীল সাদা। তৃণমূল বিধায়ক, মন্ত্রীরা সবাই তার পায়ের দিকে তাকিয়ে থাকেন। তাই আপনাদের নীল সাদা রঙ পছন্দ। আর আমি মন্ত্রী ফিরহাদ হাকিমকে বলেছিলাম, আপনি কি কলকাতার মন্ত্রী? যিনি সব সময় মুখ্যমন্ত্রীর পল্লু(শাড়ির অাঁচল) ধরে চলেন। ’’

বিরোধী দলনেতা সূর্য্যকান্ত মিশ্র বলেন, প্রথমটা হিউমার আর পরেরটা উর্দু শব্দ। কোনো কুরচিকর মন্তব্য তিনি করেননি।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত ব্যানার্জি বলেন, তিনি ধারবাহিকভাবেই মুখ্যমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে কুরুচিকর কথা বলে চলেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুন ২২, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।