ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রণবকে বিদায় সংবর্ধনা দিল কংগ্রেস

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুন ২৫, ২০১২
প্রণবকে বিদায় সংবর্ধনা দিল কংগ্রেস

নয়াদিল্লি: কংগ্রেস ওয়ার্কিং কমিটি দিল্লির ১০ জনপথে সোমবার এক ঘরোয়া বৈঠকে বিদায় সংবর্ধনা দেওয়া হলো অর্থমন্ত্রী ও ইউপিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখার্জিকে।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ছাড়াও বৈঠকে ছিলেন রাহুল গান্ধী, জনার্দন দ্বিবেদী, এ কে অ্যান্টনিসহ কংগ্রেসের অন্যান্য নেতা৷

দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ‘প্রণব মুখার্জি দলের সবচেয়ে সিনিয়র নেতা।

তাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পারা ইউপিএ-র কাছে অত্যন্ত আনন্দের। ’

প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেন, ‘প্রণবের অনুপস্থিতি প্রতি মুহূর্তে অনুভূত হবে৷’

এদিন আবেগতাড়িত প্রণব বলেন, ‘দলকে যা দিতে পেরেছি, তার থেকে অনেক বেশি পেয়েছি। নিজেকে চিরকাল সত্যিকারের কংগ্রেসি বলে ভেবেছি। দলের ভালোর জন্যই যা করার করেছি। ’ তাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার জন্য দলকে ধন্যবাদও জানিয়েছেন প্রণব।

সংবর্ধনার পর কংগ্রেসের সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী বলেন, প্রণবকে সমর্থনের জন্য সভানেত্রী সোনিয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছেন৷

এদিকে, বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের পর দেশজুড়ে প্রচার শুরু করবেন প্রণব মুখার্জি৷ মঙ্গলবার তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন৷ এদিনই কংগ্রেসের ওয়ার্কিং কমিটি থেকেও ইস্তফা দিতে পারেন রাইসিনা হিলের পথে আগুয়ান এই বাঙালি বর্ষীয়ান নেতা।

১৯৭৮ সালে দলের ওয়ার্কিং কমিটির সদস্য হন প্রণব। তারপর থেকেই দলে চাণক্যের ভূমিকায় তাঁকে গিয়েছে বারবার। আদ্যন্ত এই কংগ্রেসির দলের ইতিহাস ঠোঁটস্থ। ভারতীয় রাজনীতিতে তাকে বলা হয় ‘চলমান এনসাইক্লোপিডিয়া’।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।