ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুর বিল রাষ্ট্রপতির অনুমোদন লাগবে না ভেবেছিলেন রাজ্যপাল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০১২

কলকাতা: সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ‘অসাংবিধানিক ও অবৈধ’ রায় পাওয়া ‘সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন আইন ২০১১’ সর্ম্পকে নিজের প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণ।

সোমবার কলকাতায় রাজ্যপাল বলেন, তিনি ভেবেছিলেন সিঙ্গুর আইনে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হবে না।



তাকে রাজ্যের তরফে তেমনই আইনি পরামর্শ দেওয়া হয় বলে জানিয়েছেন রাজ্যপাল।

শুক্রবার কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গুর মামলার রায় দিতে গিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সংবিধান অনুযায়ী, জমি সংক্রান্ত যে কোনও আইনে রাষ্ট্রপতির অনুমোদন লাগে। কিন্তু সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন আইনের ক্ষেত্রে তা নেওয়া হয়নি। তাই এ আইন অবৈধ।

এই পরিস্থিতিতে এদিন রাজ্যপালের বক্তব্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছে কলকাতার রাজনৈতিক মহল।

এদিকে, বাংলানিউজের নয়াদিল্লি করেসপন্ডেন্ট জানিয়েছেন, সিঙ্গুর জমি আইন মামলায় সোমবার দিল্লির সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দাখিল করল টাটারা।

শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সিঙ্গুর জমি আইন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে যাওয়া জন্য রাজ্য সরকারকে দু’মাস সময় দেওয়া হয়েছে।

তার আগেই এদিন ক্যাভিয়েট দাখিল করল টাটারা। ক্যাভিয়েটের ফলে টাটাদের না জানিয়ে একতরফাভাবে কেবল রাজ্য সরকারের বক্তব্য শুনেই কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি- পিনাকি চন্দ্র ঘোষ ও মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ জারি করতে পারবে না ভারতের শীর্ষ আদালত।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১২
আরডি/আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।