ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার সমর্থন চাইতে কলকাতায় সাংমা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০১২

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণায় কলকাতায় এলেন এনডিএ প্রার্থী পি এ সাংমা।

সোমবার রাতে হায়দ্রাবাদ থেকে তিনি কলকাতায় এসেছেন।

মূলত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের জন্যই তার কলকাতা সফর।

তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে তৃণমূলের সমর্থনের আর্জি জানাবেন বলে কলকাতার রাজনৈতিক মহলের ধারণা। মঙ্গলবার বিকালে মহাকরণে মুখ্যমন্ত্রী-সাংমা বৈঠক হতে পারে।

সম্প্রতি লোকসভার সাবেক স্পিকার সাংমা জানান, তিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হচ্ছেন। বিভিন্ন দলের কাছে তাকে নির্দলীয় প্রার্থী হিসাবে সমর্থন জানানোর আর্জিও জানান।

সাংমা বলেন, তার আশা তৃণমূল নেত্রীও রাষ্ট্রপতি নির্বাচনে তাকে সমর্থন জানাবেন। আর এ বিষয়ে আবেদন জানানোর জন্য তিনি কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলেও জানান।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপু এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।