ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন বীরভদ্র সিং

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুন ২৬, ২০১২

নয়াদিল্লি: দুর্নীতির দায়ে অভিযুক্ত ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী বীরভদ্র সিংহ মঙ্গলবার পদত্যাগ করেছেন।  

এদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তিনি পদত্যাগপত্র তুলে দিয়েছেন মনমোহন সিংহের হাতে৷ তার পদত্যাগপত্র মনমোহন সিংহ গ্রহণ করেছেন বলে জানা গেছে৷

ভারতের উত্তরে হিমালয়ের পাদদেশের রাজ্য হিমাচল প্রদেশের ৫ বারের মুখ্যমন্ত্রী, বীরভদ্র সিংহ ইউপিএ-২ মন্ত্রীসভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী ছিলেন৷

বীরভদ্র সিংহ ও তার স্ত্রীর প্রতিভা সিং এর বিরুদ্ধে ২৩ বছর পুরনো একটি মামলায় দুর্নীতি রোধ আইনে চার্জ গঠন করেছে সিমলার একটি আদালত৷ এর আগে ২০১০ সালেও তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়৷

কংগ্রেসের মুখপাত্র জনার্দন দ্বিবেদী সোমবারই বলেছিলেন, বীরভদ্র সিংহকে মন্ত্রিসভায় রাখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী৷  

এদিকে, জেডিইউ নেতা শরদ যাদব বলেছেন, বীরভদ্র সিংহের উচিত ছিল আরও আগেই ইস্তফা দেওয়া৷ ইউপিএ ওয়ান থেকেই দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের মন্ত্রী করার রেওয়াজ শুরু হয়েছে৷ এ ধারা চলতে থাকলে রাজনীতিকদের সম্বন্ধে জনসাধারণের কাছে ভুল বার্তা যাবে৷

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ২৬, ২০১২
আরডি/আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।