ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএম নেতা রেজ্জাক মোল্লাকে নিয়ে সিঙ্গুর অভিযানের ডাক নকশালদের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, জুন ২৭, ২০১২

কলকাতা: সিঙ্গুর ইস্যুতে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায়ে রাজ্য সরকারে হারের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে শনিবার সিঙ্গুরে মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ৷

অন্যদিকে, সিপিএম নেতা রেজ্জাক মোল্লাকে সামনে রেখে ৩ জুলাই নকশালপন্থীদের সিঙ্গুর অভিযান৷

জমি অধিগ্রহণ করে ভুল হয়েছিল কিন্তু এখন শিল্প না করতে দেওয়ার পাশাপাশি জমিও ফিরিয়ে দিতে না পেরে ব্লান্ডার করেছেন মমতা বললেন রেজ্জাক মোল্লা৷

তৃণমূল যেমন ফের সিঙ্গুরে আন্দোলনে নামতে চলেছে, তেমনই সরকার-বিরোধী অসন্তোষকে পুঁজি করে রাজনৈতিক জমি তৈরির চেষ্টা করছে রাজ্যের বিরোধীরা ৷

তাই এবার সিপিএমের বির্তকিত কৃষকনেতা রেজ্জাক মোল্লার মতো নেতাকে সামনে রেখে আসরে নেমে পড়েছে নকশালপন্থী সংগঠনগুলিও৷

আর তাদেরই মঞ্চ ‘সারা ভারত বাম সমন্বয়’ কমিটির মঙ্গলবার কলকাতার আলোচনাসভা থেকেই ওয়াল স্ট্রিট দখলের অনুকরণে ৩ জুলাই কার্যত সিঙ্গুর দখলের ডাক দিলেন রেজ্জাক মোল্লা ৷

সিঙ্গুরে জমি অধিগ্রহণ করে সিপিএম যে ভুল করেছিল, এদিন তা যেমন ফের বলেছেন রেজ্জাক মোল্লা, তেমনই কথা দিয়েও এখনও জমি ফেরত দিতে পেরে মমতা ব্যানার্জি ‘ব্লান্ডার’ করেছেন বলেও দাবি তার ৷

সিঙ্গুর তৃণমূলের রাজনৈতিক উত্থানের ভিত্তিভূমি ৷ ৩৪ বছরের বাম দূর্গের পতনের অন্যতম কারণ৷ কিন্তু পরবর্তী পরিস্থিতিতে এখন সেই সিঙ্গুর ঘিরেই অস্বস্তিতে তৃণমূল৷

মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবারই সিঙ্গুরে মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ৷ মিছিলে থাকার কথা বিদ্বজ্জনদেরও ৷ শনিবারই এনিয়ে টাউন হলে সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি, পিডিএস, পিডিসিই, এসইউসির মতো দলগুলির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন  মুখ্যমন্ত্রী ৷

এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, আইনি লড়াইয়ের পাশাপাশি ফের আন্দোলন শুরু করা হবে৷ সেই মতোই শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে সিঙ্গুরে আন্দোলন শুরু করতে চলেছে তৃণমূল ৷

কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিঙ্গুরে তৃণমূলকে ওয়াকওভার দিতে চাইছে না কেউই ৷ তাই বামেরাও যেমন বিবৃতি দিচ্ছে, তেমনই সক্রিয় কংগ্রেসও৷ আর এই সুযোগে নকশালরাও পশ্চিমবঙ্গে নিজেদের রাজনৈতিক জমি তৈরিতে সচেষ্ট হচ্ছে, এদিন রেজ্জাক মোল্লার উপস্থিতিতে সভা তারই ইঙ্গিত বলে মনে করছে কলকাতা রাজনৈতিক মহল ৷

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, জুন ২৭, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।