ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘হামজার স্বীকারোক্তিই প্রমাণ করে ২৬/১১ কাণ্ডে যুক্ত রাষ্ট্রযন্ত্র’

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০১২

নয়াদিল্লি: মুম্বাইতে ২৬/১১ এর জঙ্গি হামলার পেছনে সরকারের মদত পুষ্ট কোন ব্যক্তি জড়িত ছিল। বুধবার কেরালার তিরুঅনন্তপুরমে সংবাদ সম্মেলনে ফের একবার নাম না করে পাকিস্তানের দিকেই আঙুল তুলে একথা বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম।



তিনি এদিন বলেন, ‘গত এক বছর ধরে হামজার গতিবিধির ওপর ভারতীয় গোয়েন্দা বিভাগের নজর ছিল। তার স্বীকারোক্তিই প্রমাণ করে, ২৬/১১ কাণ্ডে প্রতিবেশী দেশটির প্রত্যক্ষ মদত ছিল। অথবা সরকারের সমর্থন পুষ্ট কেউ এই হামলায় জড়িত রয়েছে। ’

তিনি আরও স্পষ্ট করে এদিন বলেন, ‘হামলার সময় পাক কন্ট্রোল রুমে ছিল হামজা। সেখানে বসেই সে যাবতীয় নির্দেশ দেয়। ’

এর আগে পুলিশি জেরায় হামজা জানায়, ২৬/১১-র হামলায় পাকিস্তানের সরকারি স্তর থেকে মদত দেওয়া হয়েছিল। হামলার সময় লস্করের শীর্ষ নেতা হাফিজ সঈদ কন্ট্রোল রুমে না থাকলেও হামজা ও লস্কর কম্যান্ডার জাকিউর রহমান লকভির পাশাপাশি দুই আইএসআই অফিসার সামির আলি ও মেজর ইকবাল কাসভদের উপর নজর রাখছিল।

এদিকে হামজার স্বীকারোক্তি ভারতের হাতে বাড়তি অস্ত্র তুলে দিল বলেই কূটনৈতিক মহলের মত।

পুলিশ সূত্রের খবর, ২৬/১১ নিয়ে হামজার কাছ থেকে পাওয়া বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে নিয়ে ৪ জুলাই থেকে শুরু হওয়া ভারত-পাক বিদেশসচিব পর্যায়ের বৈঠকে ভারত বাড়তি চাপ দিতে পারবে। ফলে ইসলামাবাদ অনেকটাই চাপে থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জুন ২৭, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।