ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারী বৃষ্টিতে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে বন্যা

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুন ২৮, ২০১২

শিলিগুড়ি: কয়েক দিনের টানা বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের উত্তরের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কুচবিহারের দুটি ব্লক প্লাবিত হওয়ায় লক্ষাধিক মানুষ জলবন্দী হয়ে পড়েছেন।

জেলার বালাভুত, নাগকাটি ও দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকার পরিস্থিতি ভয়াবহ।

এছাড়া জলপাইগুড়ির আলিপুরদুয়ারের একটি ব্লকের পরিস্থিতি সঙ্কটজনক। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে কুচবিহারে ৫৩টি ও জলপাইগুড়িতে ৩৫টি ত্রাণশিবির খোলা হয়েছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলিপুরদুয়ারের কালজানি নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। তিস্তা ও রায়ডাক নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকায় বৃহস্পতিবার জলপাইগুড়ি, দার্জিলিং এবং কুচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে এ এলাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুন ২৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।