ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে পেট্রোলের দাম কমল ২ রুপি ৪৬ পয়সা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জুন ২৯, ২০১২

নয়াদিল্লি: ভারতের পেট্রোলের দাম কমালো রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংস্থাগুলো। শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে নয়া মূল্য চালু হবে।



বৃহস্পতিবারই রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংস্থাগুলি দ্বিতীয় দফায় পেট্রোলের দাম কমিয়েছে লিটারপ্রতি ২ রুপি ৪৬ পয়সা।   আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার জন্যই এ সিদ্ধান্ত। গত মাসে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এক ধাক্কায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৭ রুপি ৫০ পয়সা বাড়িয়েছিল।

এর প্রতিবাদে ভারতের বিভিন্ন  রাজ্যে তুমুল বিক্ষোভ, প্রতিবাদ আন্দোলন হয়। সরব হয় বিরোধীরা। তারই জেরে এর আগে এক দফা লিটারপ্রতি ২ রুপি দাম কমানো হয়। এবার কমানো হল ২ রুপি ৪৬ পয়সা।

এর ফলে, দিল্লিতে ৭০ রুপি ২৪ পয়সা থেকে দাম কমে হচ্ছে ৬৭ রুপি ৭৮ পয়সা, মুম্বাইয়ে দাম ৭৬ রুপি ৪৫ পয়সা থেকে কমে হচ্ছে ৭৩ রুপি ৩৫ পয়সা, চেন্নাইয়ে ৭৫ রুপি ৪০ পয়সা থেকে দাম কমে হচ্ছে ৭২ রুপি ২৭ পয়সা ও কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৭৫ রুপি ৮১ পয়সা থেকে কমে হচ্ছে ৭২ রুপি ৭৪ পয়সা।

এদিকে এই ইস্যুতেই ভারত সরকারের সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন মিটে গেলেই ফের তেলের দাম বাড়াবে কেন্দ্র। ’

এর আগে তিনি পেট্রোলের বর্ধিত মূল্য সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানালেও তাতে কান দেয়নি ভারত সরকার। কার্যত এই ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাস্তাতেই হাঁটার ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ২৯, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।