ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে সর্বদলীয় প্রতিনিধি পাঠাতে চান মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ২৯, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও আর্থিক প্যাকেজ নিয়ে দিল্লিতে দরবার করার জন্য সর্বদলীয় প্রতিনিধি পাঠানোর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার বিধানসভায় এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, তিন বছরের ঋণের সুদ মওকুফ নিয়ে প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রণব বাবুর কাছেও আবেদন জানিয়েছিলেন তিনি।

কিন্তু কেউ তার কথা শোনেননি। এখন রাজ্যর আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বিধানসভার একটি প্রতিনিধি দলকে দিল্লিতে পাঠানো প্রয়োজন।

এ বিষয়ে আলোচনার জন্য এদিন তিনি শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জিকে একটি বৈঠক ডাকার কথা বলেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

এদিকে, বিধানসভায় মুখ্যমন্ত্রী বিরোধীদের কোনও প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না-এই অভিযোগে এদিনও ওয়াকআউট করলেন বাম বিধায়করা।

এর আগে অধ্যক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তারা। বামেদের অভিযোগ, শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তরপর্বে যে তালিকা অনুযায়ী আলোচনার কথা ছিল, তা নিয়মবিরুদ্ধভাবে বদলে দেওয়া হয়েছে।

গত ১৩ মাসে এই নিয়ে দ্বিতীয়বার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন ওয়াকআউট করলেন বামেরা। এর আগে সংগ্রামপুরে বিষমদ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মদে বিষ মেশানোর মন্তব্যের প্রতিবাদে সভা ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন তারা।

এদিনও একইভাবে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকলীন সভা থেকে ওয়াকআউট করেন তারা।  

বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের অভিযোগ, ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিরোধীদের একটি প্রশ্নেরও উত্তর দেননি।

যদিও বামেদের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ প্রধান শাসক দল তৃণমূল।

শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি বাম বিধায়কদের ওয়াকআউট সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মসূচিকে আটকাতেই বিধানসভায় গণ্ডগোল করছেন কয়েকজন হাতেগোণা লোক।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ২৯, ২০১২

আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।