ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘আগামী এক দশকের মধ্যে ভারত হবে নির্মল দেশ’

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): আগামী এক বছরের মধ্যে ত্রিপুরা হবে ‘নির্মল রাজ্য’- এমনটি জানিয়েছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ।

শনিবার এক দিনের সফরে রাজ্যে যান জয়রাম।

এদিন উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটি রাজ্যের পানীয় জল এবং স্বাস্থ্যবিধি দফতরের কমিশনারদের নিয়ে বৈঠক করেন তিনি।

বৈঠকে তিনি জানান, আগামী এক দশকের মধ্যে ভারত হবে নির্মল দেশ। এখন পর্যন্ত দেশের মধ্যে মাত্র একটি রাজ্য নির্মল রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে। সেটি উত্তর পূর্ব ভারতের রাজ্য সিকিম।

জয়রাম রমেশ জানান, আগামী বছর দেশের মধ্যে আরও ৩টি রাজ্য নির্মল রাজ্য হতে যাচ্ছে। এ রাজ্যগুলো হলো- ত্রিপুরা, কেরালা এবং মিজোরাম।

তিনি জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক স্বাস্থ্যবিধির ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কারণ বেশিরভাগ রোগ হয় ন্যূনতম স্বাস্থ্যবিধি না মানার কারণে।

তিনি আরও জানান, স্বাস্থ্যখাতে দেশের প্রচুর টাকা খরচ হয়। এটা কমিয়ে আনার উপায় হচ্ছে মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহ দেওয়া।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।