ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুর্গাপুরে সমবায় ভোট নিয়ে সংঘর্ষ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ১, ২০১২

কলকাতা: বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে সমবায় সংস্থার ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে সিটু ও আইএনটিইউসির মধ্যে।

গত ২৯ জুন সেখানে ভোট হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ১ জুলাই করা হয়।

উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

সিটুর বুথ ক্যাম্পে আক্রমণ করে আইএনটিইউসির কর্মীরা। পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। বহিরাগতরা সেখানে এসে গোলমাল করে। ১০০ জন পুলিশ সদস্য মোতায়ন ছিল সেখানে।

সিপিএমের সাংসদ বংশ গোপাল চৌধুরী অভিযোগ করেন, অগণতান্ত্রিক উপায়ে সমবায় বোর্ডের নির্বাচন করে আইএনটিইউসি এখানে হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ভোট করা যায় না। তাই প্রার্থী তুলে নেয় সিটু। পরিস্থিতি সামাল দিতে সেখানে র্যাফ নামানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।