ঢাকা, বুধবার, ২ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামে বন্যায় ৭৭ প্রাণহানি, যাচ্ছেন মনমোহন-সোনিয়া

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুলাই ২, ২০১২
আসামে বন্যায় ৭৭ প্রাণহানি, যাচ্ছেন মনমোহন-সোনিয়া

আগরতলা (ত্রিপুরা) : বন্যা ও ধসে আসামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭। বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি দেখতে সোমবার আসামে আসছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ক্ষমতাসীন দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী।



আসামের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যায় মারা গেছেন ৬১ জন। মাটির ধসে মারা গেছেন ১৬ জন।

আসামের ২৭টি জেলাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বছরের প্রথম বৃষ্টিতেই এমন সমস্যার সম্মুখীন হতে হবে তা আশা করেনি রাজ্য সরকার। বিশ্লেষকরা বলছেন, সরকার প্রথম থেকে তৈরি না থাকার কারণে ক্ষতি আরও বেশি হয়েছে।

রাজ্যের ‍দুই হাজার ১৬৬টি গ্রাম প্লাবিত হয়েছে বলে আসাম সরকার জানিয়েছে।

প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর সঙ্গে সোমবার আসামে আসছেন কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ আধিকারিকরা। তারা হেলিকপ্টারে আক্রান্ত এলাকাগুলো ঘুরে দেখবেন। তারপর গুয়াহাটিতে আসামের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ০২, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।