ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বজবজে জমি দখলকে কেন্দ্র করে বোমাবাজি, আহত ৬

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ২, ২০১২

কলকাতা: জমি দখলকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার বজবজের বলরামপুরে। এতে আহত হয়েছে ছয়জন।

তাদের কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বলরামপুরে বেশ কিছুদিন ধরেই জমি দখলকে কেন্দ্র করে বিবাদ চলছিল। রোববার এই নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনাও হয়।

কিন্তু রাতে প্রায় ২০০ জন দুষ্কৃতিকারী গ্রামে ৫-৬টি বাড়িতে হামলা চালায়। তারা ব্যাপক বোমাবাজি চালায়। বেশ কয়েকটি বাড়িও ভাঙচুর চালায়। বোমার আঘাতে ছয়জন আহত হন।

খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুলাই ০২, ২০১২
আরডি/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।