ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় হতে যাচ্ছে ট্রিপল আইটি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ৩, ২০১২

আগরতলা(ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে ট্রিপল আইটি (ইন্ডিয়ান ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) গড়ার অনুমোদন মিলেছে। রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত হতে যাচ্ছে আরো একটি পালক।



কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় থেকে সোমবার রাতে এ অনুমোদনপত্র এসে পৌঁছায় রাজ্যে।

আগরতলা থেকে ১২ কিলোমিটার দূরে বোধজং নগর গ্রোথ সেন্টারে গড়ে উঠবে দেশের এই উচ্চ মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানটি। ট্রিপল আইটি গড়ার জন্য রাজ্য সরকার আগে থেকেই জমি দেখে রেখেছিল। বিনামূল্যে প্রায় ১০০ একর জমি দিচ্ছে সরকার। সেই জমিতেই মাথা তুলবে ইন্ডিয়ান ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনলজি।

দিল্লি থেকে এই খবর আসতেই রাজ্যের মানুষের মধ্যে বইছে খুশির হাওয়া। রাজ্যের শিক্ষামন্ত্রী অনিল সরকার কেন্দ্রীয় ইউপিএ সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, রাজ্য সরকার দীর্ঘ দিন ধরেই রাজ্যে একটি ট্রিপল আইটি গড়ার দাবি জানিয়ে আসছিল। এজন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবও পাঠায়।

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিবাল কিছু দিন আগে রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আশ্বাস দেন ট্রিপল আইটি গড়ার ব্যাপারে।

রাজ্যের এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি গড়া হবে সরকারি এবং বেসরকারি উদ্যোগে। মোট খরচ হবে ১২৮ কোটি টাকা। যার মধ্যে কেন্দ্রের শেয়ার থাকবে ৫৭ দশমিক ৫ শতাংশ। রাজ্যের শেয়ার থেকবে ৩৫ শতাংশ এবং বাকি ৭ দশমিক ৫ শতাংশ হবে বেসরকারি শেয়ার।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।