ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পালাটানা বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজে বাধা দেওয়ার চেষ্টা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুলাই ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : বাধা সৃষ্টির চেষ্টা চলছে পালাটানার বিদ্যুৎ প্রকল্পের কাজে। কিছু শ্রমিক এই বাধা দেওয়ার কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।



শুধু ত্রিপুরার মানুষ নন। বাংলাদেশের মানুষও তাকিয়ে আছেন ত্রিপুরার এই বিদ্যুৎ প্রকল্পের দিকে। ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে এখান থেকে। উৎপাদিত বিদ্যুতের বড় অংশই যাবে বাইরে। বাংলাদেশেও এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করার কথা চলছে। তাছাড়া এই প্রকল্প নির্মাণের জন্য বেশিরভাগ ভারী যন্ত্রপাতি আনা হয়েছে বাংলাদেশের ভেতর দিয়ে। বাংলাদেশের সরকারও আন্তরিকভাবে প্রকল্প নির্মাণের জন্য হাত বাড়িয়ে দিয়েছিল।

আর অল্প দিনের মধ্যে এ প্রকল্পের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা। সব কাজ এগোচ্ছে ভালোভাবেই।

কিন্তু ঠিক এ সময়ে বারবার নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে। কাজ বন্ধের হুমকি, অবরোধ প্রভৃতি চালানোর চেষ্টা হচ্ছে।

সাধারণ শ্রমিকরা জানিয়েছেন, এক শ্রেণীর ঠিকাদার এ সবের পেছনে মদদ দিচ্ছে। কাজ যখন প্রায় শেষের দিকে, ঠিক তখনই ঠিকা শ্রমিকদের নিয়মিত করার দাবি তোলা হচ্ছে। তাছাড়া কংগ্রেসের শ্রমিক সংগঠন এ অবরোধ এবং বাঁধা দেওয়ার কাজে মদদ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, গত দুই দিনে দুবার পালাটানার মূল ফটকের সামনে অবরোধ তৈরির চেষ্টা হয়। তবে সাধারণ শ্রমিকরা এ ধরনের হঠকারী শ্রমিক রাজনীতির নিন্দা করেছেন।   তারা মনে করেন, প্রকল্পটির কথা চিন্তা করে সবার উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।