ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার সঙ্গে বৈঠক কবিল সিবালের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুলাই ৫, ২০১২

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কেন্দ্রীয় নগরোন্নয়ন ও টেলিকম মন্ত্রী কপিল সিবাল বৈঠক করেছেন।

বৃহস্পতিবার বেলা ১টায় মহাকরণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সিবালের সঙ্গে ডিএমকের নেতা টি আর বালুও কলকাতায় আসেন। তাদের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা হয় বলে মহাকরণ সূত্রে জানা গেছে।

বৈঠকের পরে সিবাল মুখ খোলেননি। রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাহায্যের ব্যাপারে কংগ্রেস এখনও আশাবাদী।

বিকেলে প্রেস ক্লাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ও কপিল সিবাল সংবাদ সম্মেলন করেন।

উল্লেখ্য, বুধবারই রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে বিধানসভায় শাকিল আহমেদ কংগ্রেসের বিধায়কদের সঙ্গে কথা বলেন।

তিনি জোট সঙ্গী তৃণমূল কংগ্রেসের সম্পর্কে বলেন, এ পর্যন্ত তৃণমূলের প্রতিনিধিরা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোন খারাপ মন্তব্য করেননি।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ১৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ৩ দিন আগে তার মত জানাবেন বলেছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

কলকাতা ব্যুরো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।