ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি ভারত ও পাকিস্তানি বিদেশ সচিব

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ৫, ২০১২

নয়াদিল্লি: দু’দিন ধরে চলা ভারত-পাকিস্তান বৈদেশিক সচিব পর্যায়ের বৈঠকের শেষ দিনে বৃহস্পতিবার দুই সচিব সাংবাদিকদের মুখোমুখি হন।

পাকিস্তানের বিদেশ সচিব জালিল আব্বাস জিলানি ও ভারতের বিদেশ সচিব রঞ্জন মাথাইকে সাংবাদিকেরা আবু হামজা সম্পর্কে প্রশ্ন করেন।



২৬/১১ ঘটনার পরে চার বছর ধরে পাকিস্তানের সঙ্গে সরাসরি যুক্ত থাকার প্রচুর তথ্য-প্রমাণ ভারত দিয়েছে। তবে পাকিস্তান অভিযোগ কেন অস্বীকার করছে। এর উত্তরে জালিল আব্বাস জিলানি বলেন, দুই দেশ যদি পরস্পরের দোষ খোঁজার চেষ্টা করে তবে সদর্থক কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এ বিষয়ে আন্তরিক পদক্ষেপের প্রয়োজন। ২৬/১১-র যে তথ্য পাওয়া গেছে, তা নিয়ে দুই দেশ যৌথভাবে তদন্ত চালাতে পারে।

এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন, আবু হামজা কি শান্তির বিপক্ষে নন? জিলানি জানান, তিনি তা বিশ্বাস করেন না। এটা নিয়ে কাজ এগোচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ দফতর এটি দেখছে। তবে দু’দেশের সম্পর্কের মধ্যে গ্যাপ আছে বলে স্বীকার করে নেন জিলানি।

রঞ্জন মাথাই বলেন, এই বৈঠকে দুই দেশের শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দু’দেশের সম্পর্কের বিশ্বস্ততা, আলোচনার মাধ্যমে পথ খোঁজ়া ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গ ওঠে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বাড়ানোর বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হয়।

অন্যদিকে জিলানি বলেন, জম্মু ও কাশ্মীরে শান্তি ফেরানো, দুই দেশের পারমানবিক শক্তি, বাণিজ্য ও পর্যটনের মতো বিষয় গুরুত্ব পেয়েছে আলোচনায়।

দু’দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ করা যায় কিনা তা নিয়ে সাংবাদিকরা জানতে চান। সে বিষয়ে কথা হয়েছে বলেও জানান জিলানি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।