ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আমি এখন কোন দলের সদস্য নই: প্রণব

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১২

নয়াদিল্লি: ‘দেশের ঐক্য বজায় রাখা রাষ্ট্রপতির কাজ। এছাড়াও আইন প্রণয়নে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে’।

শুক্রবার রাজস্থানে প্রচারে এসে একথা বলেন ইউপিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখার্জা।

তিনি এদিন বলেন, ‘সরকারের কথা বলতে এখানে আসিনি। কারণ, আমি এখন দলে নেই। রাষ্ট্রপতির পদ রাজনীতির বাইরে’।

এ প্রসঙ্গে তিনি রসিকতা করে বলেন, ‘রাষ্ট্রপতির কোন রাজনৈতিক গুরু থাকতে নেই’। রাষ্ট্রপতি নির্বাচন যদিও সরাসরি জনগণের মাধ্যমে হয় না। তবুও জনগণের পরোক্ষ সমর্থন থাকে। ’

ইউপিএ জোটের পাশাপাশি অন্য যে সমস্ত দল তাকে সমর্থন করেছেন, তাদেরকে তিনি এদিন ফের একবার কৃতজ্ঞতা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।