ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জ্যোতি বসুর জন্মদিন পালনে বিধানসভায় প্রবেশে বাধা বাম বিধায়কদের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১২
জ্যোতি বসুর জন্মদিন পালনে বিধানসভায় প্রবেশে বাধা বাম বিধায়কদের

কলকাতা: প্রয়াত জননেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালনের জন্য বিধানসভায় প্রবেশে বাধা দেওয়া হলো সাবেক বামফ্রন্ট বিধায়কদের।

সাবেক বাম বিধায়কদের অভিযোগ, রোববার সকাল সাড়ে ১০টা নাগাদ বিধানসভা ভবনে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাতে গেলে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি৷ সুধাংশু শীল, রাজদের গোয়ালা, রবীন দেব, কুমকুম চক্রবর্তীসহ বেশ কয়েকজন সাবেক বাম বিধায়ককে বিধানসভায় ঢুকতে মার্শাল বাধা দেন ৷

একটা পর্যায়ে বিধানসভার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাবেক বাম বিধায়কদের বচসা বেধে যায়৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত বাম নেতৃবৃন্দ ৷

বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ফোন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জিকে৷ কিন্তু তারপরেও জট কাটেনি বলে অভিযোগ৷

শেষপর্যন্ত ঠিক হয়, বর্তমান বাম বিধায়করা বিধানসভা ভবনের ভেতরে গিয়ে শ্রদ্ধা জানাবেন৷ এরপর ভবনের ১ নম্বর গেটের বাইরে বের করে আনা হয়ে জ্যোতি বসুর
ছবি৷ সেখানে তাঁকে শ্রদ্ধা জানান সাবেক বাম বিধায়করা৷

এ ঘটনার জেরে, ৯৯তম জন্মদিনে এই প্রথমবার, বিধানসভা ভবনের বাইরে জন্মদিনে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানানো হল৷ ২০১১ সালেও জ্যোতি বসুর জন্মদিনে বিভেদ ভুলে বিধানসভায় তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানায় শাসক দল তৃণমূল এবং বিরোধী সিপিএম৷

উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে দুদিন আগেই শুক্রবার রাজ্য বিধানসভায় প্রয়াত কমিউনিস্ট নেতার জন্মদিন অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ মন্ত্রিসভার গুরূত্বপূর্ণ সদস্য ও তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা। কংগ্রেসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূমের বিধায়ক অসিত মাল। তবে দু’দিন আগে উদযাপনের কারণে বামেরা এ অনুষ্ঠান বয়কট করেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।