ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জ্যোতি বসুর জন্মদিন উদযাপিত হচ্ছে

রক্তিম দাশ, ব্যুরো চীফ.কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ৮, ২০১২
জ্যোতি বসুর জন্মদিন উদযাপিত হচ্ছে

কলকাতা : প্রয়াত কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বাংলাদেশের পরমবন্ধু জ্যোতি বসুর ৯৯তম জন্মদিন ৮ জুলাই। গভীর শ্রদ্ধা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে দিনটি উদযাপন করা হচ্ছে।



নারায়ণগঞ্জ জেলার বারদীর ডা. নিশিকান্ত বসু ও হেমলতা বসুর ছেলে জ্যোতি বসু কলকাতার হ্যারিসন রোডের বাড়িতে ১৯১৪ সালের এদিনে জন্মগ্রহণ করেন।

২০১০ সালের ১৭ জানুয়ারি কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।

জন্মদিনের কথা উঠলেই তিনি বলতেন, ‘কমিউনিস্টদের জন্মদিন উদযাপনের রীতি নেই। ’ তবুও বহু মানুষ আসেন এই দিনে। তাঁরা শুভেচ্ছা জানান।

প্রতি বছরই তার কলকাতার সল্টলেকের ইন্দিরা ভবনের বাসভবনের বাইরে জন্মদিন উদযাপন করে ‘পথের পাঁচালি’ নামের একটি সংস্থা।

এ সংস্থার পক্ষ থেকে তার দীর্ঘদিনের আপ্ত সহায়ক জয়কৃষ্ণ ঘোষ বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৯টায় ইন্দিরা ভবনের বাইরে অনুষ্ঠান শুরু হয়। লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, সিপিএমের সর্বভারতীয় নেতা সাংসদ সীতারাম ইয়েচুরি, ফরোওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষ প্রমুখ আসবেন। আরও অসংখ্য সাধারণ মানুষ আসবেন বলে জানান তিনি।

রাজ্য সরকারের উদ্যোগে দুদিন আগেই শুক্রবার রাজ্য বিধানসভায় প্রয়াত কমিউনিস্ট নেতার জন্মদিন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ মন্ত্রিসভার গুরূত্বপূর্ণ সদস্য ও তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা। কংগ্রেসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূমের বিধায়ক অসিত মাল। তবে দু’দিন আগে উদযাপনের কারণে বামেরা এ অনুষ্ঠান বয়কট করেন।

বিধানসভা ভবনের মধ্যে প্রয়াত জননেতার তৈলচিত্রে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রতিবছরের মতো বিধানসভা ভবনে জ্যোতি বসু স্মারক বক্তৃতা এবার আর অনুষ্ঠিত হচ্ছে না।

বাম পরিষদীয় দল সিদ্ধান্ত নিয়েছে, রোববার ৮ জুলাই বিধানসভায় তারা সাবেক মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করবে।  

প্রয়াত জননেতার দল সিপিএমের পক্ষ থেকে অবশ্য এ দিনটিতে কোনও অনুষ্ঠান করা হচ্ছে না। সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু জানান, দলের পক্ষ থেকে একমাত্র মুজফ্ফর আহমেদের জন্মদিনটি করা হয়।

তিনি আরও জানান, রাজারহাটে জ্যোতিবসু নগরীতে তার নামাঙ্কিত গবেষণা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিলেও জমির দাম মিটিয়ে দেওয়া হলেও এখন সেই জমি হাতে পায়নি দল। শুধু তাই নয়- রাজারহাট নিউটাউনের জ্যোতিবসু নগরীর নামফলক নতুন সরকার সরিয়ে দিয়েছে।

এদিকে জ্যেতি বসুর কলকাতার পৈত্রিক বাসভবন হিন্দুস্থান রোডে মরনোত্তর দেহদান, চক্ষুদান, রক্তদান শিবির, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সিপিএমের যুব সংগঠন গনতান্ত্রিক যুব ফেডারেশন।

বাংলাদেশ সময় : ১২৫১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।