ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাকিস্তানে এয়ার ইন্ডিয়া বিমানের জরুরি অবতরণ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১২
পাকিস্তানে এয়ার ইন্ডিয়া বিমানের জরুরি অবতরণ

নয়াদিল্লি: যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন পাকিস্তানে জরুরি অবতরণ করেছে।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, এয়ারবাস-৩১৯ আবুধাবি থেকে দিল্লিতে আসছিল।

কিন্তু মাঝ আকাশে প্লেনের তিনটি হাইড্রোলিক সিস্টেমের সবই বিকল হয়ে যাওয়ায় পাকিস্তানের নবাব শাহ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। তবে প্লেনের ১২২ জন যাত্রীই সুরক্ষিত রয়েছেন।

ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগযোগ হয়েছে।

ভারতীয় বিমানমন্ত্রণালয় জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার তরফ থেকে খুব শিগগিরই অন্য একটি বিশেষ প্লেন যাত্রীদের আনার জন্য পাকিস্তানে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।