ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বোলপুরে ডাকাতের গুলিতে যুবক ও গণপিটুনিতে ডাকাত নিহত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১২

কলকাতা: ডাকাতের ছোঁড়া গুলিতে প্রাণ হারালেন হলেন অজ্ঞাত  এক যুবক।

রোববার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার বোলপুরের প্রফেসর কলোনিতে।

পরে উত্তেজিত জনতার হাতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়।

স্থানীয় সুত্রে গিয়েছে, বোলপুরের প্রফেসর কলোনির একটি বাড়িতে রোববার রাতে সশস্ত্র ডাকাত দল লুটপাট চালায়। এ সময় বাড়ির ভাড়াটিয়া একজন বাধা দিতে এলে দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ভাড়াটিয়ার। এর পর ক্ষিপ্ত জনতা তাড়া করে এক ডাকাতকে ধরে ফেলে। শুরু হয় গণপ্রহার। জনতার মারে ওই ডাকাত নিহত হয়।

এদিকে, এ ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায়ই এখানে সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। প্রশাসনের কাছে বার বার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মিলছে না।

পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাত দলের খোঁজে তল্লাশি চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর ও অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।