ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহাত্মা গান্ধীর জাতির জনক উপাধির সরকারি স্বীকৃতি নেই!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১২
মহাত্মা গান্ধীর জাতির জনক উপাধির সরকারি স্বীকৃতি নেই!

নয়াদিল্লি: ভারত রাষ্ট্রের জাতির জনক বললেই যে নামটি সবার মনে আসে সেই বিট্রিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব মহাত্মা গান্ধীর এই উপাধিটির কোনো সরকারি স্বীকৃতি নেই বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রক।

ভারতের তথ্য অধিকার আইনের ভিত্তিতে জানতে চাওয়া এক প্রশ্নের উত্তরে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কেন্দ্রিয় তথ্য আধিকারিক শ্যামল মোহন স্পষ্ট জানিয়েছেন, মহাত্মা গান্ধীর নামের সঙ্গে জাতির জনক উপাধিটি সরকার প্রদত্ত নয়।

সরকারের পক্ষ থেকে কোনোদিনই তাকে এ আখ্যা দেওয়া হয়নি।

গত ২১ মে মহাত্মা গান্ধী জাতির জনক আখ্যাটি সরকার প্রদত্ত কী না- জানতে চেয়েছিলেন ইতালিভিত্তিক একটি এনজিও’র পরামর্শদাতা ও সমাজসেবী অভিষেক কারণ।

ঠিক একই প্রশ্নের উত্তর জানতে চেয়ে গত ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের লখনউ সপ্তম শ্রেণির ছাত্রী ঐশ্বর্য পরাশর প্রধানমন্ত্রীর দফতরে চিঠি দিয়েছিল।

প্রধানমন্ত্রীর দফতর থেকে সেই চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্রমন্ত্রকে।

এ দুজনকেই জানানো হয়েছে, মহাত্মা গান্ধীকে সরকারিভাবে জাতীর জনক স্বীকৃতি দেওয়া হয়েছে, এমন কোনো নথি পাওয়া যায়নি। এবিষয়ে কোনো তথ্য প্রমাণও মেলেনি।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০১২
আরডি/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।