ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মহাকরণে বৈঠক মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১২

কলকাতা: নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বামেরা যখন কলকাতার রাজপথে আইন অমান্যের কর্মসূচিতে অংশ নিচ্ছেন তখন একই বিষয়ে আলোচনার জন্য মহাকরণে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এ বৈঠকে কৃষি, কৃষি বিপণন, খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী ও সচিবদের পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত বিশেষ মনিটরিং কমিটির সদস্য, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।



বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “চাষীদের জন্য পলি হাউস, কৃষাণ বাজার, প্রত্যেক ব্লকে হিমঘর তৈরি হবে। চাষীরা যাতে সবজির ন্যায্য মূল্য পান, তার দিকে সরকার নজর দেবে। পাশাপাশি, উৎসবের মৌসুমে রেশনের মাধ্যমে আরও বেশি করে জিনিস দেওয়া হবে। ”

তিনি বলেন, “অন্নপূর্ণা প্রকল্পে বিনামূল্যে আরও ১০ কেজি করে চাল দেওয়া হবে। আয়লা বিধ্বস্ত এলাকা ও সিঙ্গুরের ক্ষতিগ্রস্ত চাষীদের পরিবার পিছু ২ রুপি দরে চাল দেওয়া হবে। ”

উল্লেখ্য, ২ জুলাই মহাকরণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে হিমঘর মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সে বৈঠকে আগামী ২ সপ্তাহের মধ্যে মূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের নেতৃত্বে ১১ জনের একটি মনিটারিং কমিটি তৈরি করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।