ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কয়েক ঘণ্টা পরেই ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হচ্ছেন প্রণব মুখার্জি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
কয়েক ঘণ্টা পরেই ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হচ্ছেন প্রণব মুখার্জি

নয়াদিল্লি: শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ভারতের রাষ্ট্রপতি পদে প্রথম বাঙালি হিসেবে নির্বাচিত হতে চলেছেন প্রণব মুখার্জি৷

দিল্লির লোকসভা, রাজ্যসভার মতো ভারতের অন্যান্য রাজ্যের বিধানসভার সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে ভোটদানের যাবতীয় প্রস্তুতি শেষ৷ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সাজ-সাজ রব রাজ্যে৷

রাজনৈতিক ইতিহাসে সম্ভবত এই প্রথম একই প্রার্থীকে একসঙ্গে ভোট দিতে চলেছেন কংগ্রেস, তৃণমূল ও সিপিএম।

একই লাইনে দেখা যাবে ৩ দলের সাংসদ-বিধায়কদের৷ আর এ বিরল দৃশ্যের সাক্ষী থাকবে রাজ্য বিধানসভা৷

ভোটদান নিয়ে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত৷ একটিও ভোট যাতে নষ্ট না হয়, এর জন্য রাজনৈতিক দলগুলি সতর্ক৷

মঙ্গলবার তৃণমূল বিধায়কদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে অবহিত করেন বিধানসভার মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়৷ ডামি ব্যালট দেখিয়ে বিধায়কদের পরামর্শ দেন, দু’ নম্বরে প্রণব মুখার্জি নামের পাশে ইংরেজি, বাংলা বা রোমান যে কোনও একটি হরফে ‘১’ লিখতে৷

তবে ইংরেজি ‘1’ লেখার জন্যই তিনি দলীয় বিধায়কদের পরামর্শ দেন। ভোট দেওয়ার সময় কোনও সাংসদ বা বিধায়ক তাদের পেনসিল ব্যবহার করতে পারবেন না৷ একমাত্র নির্বাচন কমিশনের দেওয়া পেন বা পেনসিল ব্যবহার করেই ভোট দিতে হবে৷

শুধু তৃণমূল বিধায়ক নন, প্রণব-পুত্র কংগ্রেস বিধায়ক অভিজিত্‍ মুখোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে এসে ভোট দেওয়ার পদ্ধতি জেনে নেন৷ তৃণমূলের ১৮৫ জন বিধায়ক, তৃণমূলে যোগ দেওয়া ১ নির্দল বিধায়ক ও ২৭ জন তৃণমূল সাংসদ বিধানসভায় ভোট দেবেন৷

বুধবার ২৭ জন সাংসদের তালিকা বিধানসভার সচিবের হাতে তুলে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়৷ বিধানসভা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষও ভোট দেবেন৷

কংগ্রেস এবং সিপিএমের বিধায়করাও বিধানসভাতেই ভোট দেবেন৷ ভোটদান নিয়ে বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের ঘরেও এদিন তৎপরতা ছিল৷ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিধানসভায় নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হয়েছে৷

একমাত্র সাংসদ-বিধায়করাই তাদের বৈধ পরিচয়পত্র দেখিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন৷ কোনও বিধায়ক বা সাংসদের দেহরক্ষীরাও ভেতরে ঢুকতে পারবেন না৷

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।