ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ে প্রণব!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
রাষ্ট্রপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ে প্রণব!

নয়াদিল্লি: তিনি যে ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন এ নিয়ে কোন সন্দেহই নেই। তাই বলে, বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পাঠ্য বইয়ে বলা হবে তিনি রাষ্ট্রপতি! ঠিক এরকমটাই ঘটেছে, মহারাষ্ট্রের গোন্দওয়ানা বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রকাশিত পাঠ্য বইয়ে।

ভারতের ১৪তম রাষ্ট্রপতি রুপে ছাপা হয়েছে প্রণব মুখার্জির নাম।

`ভারতের গণতন্ত্র` শীর্ষক বইটি চলতি শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক স্তরের প্রথম বর্ষে ছাত্রছাত্রীদের পাঠ্য করা হয়েছে। এই বইয়ের ৮৪ নম্বর পাতার চতুর্থ অধ্যায়ে ভারতের রাষ্ট্রপতিদের যে তালিকা দেওয়া হয়েছে তাতে রয়েছে প্রণব মুখার্জির নাম।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বইটি প্রকাশ করা হয়। বইটি লিখেছেন রাষ্ট্রবিজ্ঞানের দুই অধ্যপক সঞ্জয় গোরে ও মধুকর অর্জুনকর।

কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন বা ফলপ্রকাশের আগেই কীভাবে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হলেন তার জবাব পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।