ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জয়েন্ট‘র বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুলাই ২১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দিল হাইকোর্ট। সেসঙ্গে জরিমানা গুণতে আবেদনকারীকে।



উল্লেখ্য, গত মাসের ৭ তারিখ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজাল্ট বের হয়। এরপরই ৩ ছাত্র-ছাত্রী রেজাল্টকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করে। নিম্ন আদালত এই মামলা খারিজ করে দেয়। পরে হাইকোর্টে যায় ঐ ৩ জন। প্রথমিকভাবে হাইকোর্ট জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং এক দিন পিছিয়ে দেয়। বোর্ডের সমস্ত খাতা আদালত নিজেদের হেফাজতে নিয়ে যায়।

ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ঘটনা নিয়ে হরতাল  ডেকেছিল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এবং যুব কংগ্রেস। কংগ্রেসের এই দুই সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে মারাত্মক মেধা কেলেঙ্কারি হয়েছে।

এই দুই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়- অবিলম্বে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ভেঙে দেবার জন্য। বোর্ডের চেয়ারম্যানকে গ্রেফতার এবং হাইকোর্টের বিচারপতি দিয়ে এই ঘটনার তদন্ত করানোর দাবি জানানো হয়েছে। হরতালকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্নস্থানে হিংসাত্মক ঘটনা ঘটে।


জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সেই ঘটনার রায় জানাল শেষ পর্যন্ত হাই কোর্ট। বোর্ডের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করে দেয়া হয়েছে। হাইকোর্ট তার রায়ে বলেছে-  পরীক্ষার খাতা নিয়ে কোন সমস্যা হয়নি।

হিন্দী স্কুলের ছাত্রী বৈশালী পালের অভিযোগ ছিল- তার পদার্থ ও রসায়ন উত্তরপত্রে লেখার সাথে তার হাতের লেখার কোন মিল নেই। হাইকোর্ট আসাম স্টেট ফরেনসিক ল্যাবে-এ হস্ত রেখা বিশারদের কাছে পাঠায়। বিষয়টি পরীক্ষা করে রিপোর্ট দেবার জন্য।

হাইকোর্টের বিচারপতি স্বপন দাস রায়ে বলেন, উত্তরপত্রের সব লেখনি বৈশালী পালের। আদালতকে বিপথে পরিচালিত করার জন্য হাইকোর্ট বৈশালী পালের পিতা রতন পালকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি হস্তলেখা বিশেষজ্ঞদের রিপোর্ট তৈরী করার জন্য যাবতীয় খরচ আগামী ৭ দিনের মধ্যে জমা দিতে নির্দেশ দেয়া হয়।
বাংলাদেশ সময় : ১৪৪৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
তন্ময়/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।