ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুঃখের দিনে হুল্লোড় নয়, শহীদ দিবস নিয়ে তৃণমূলকে কটাক্ষ কংগ্রেসের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
দুঃখের দিনে হুল্লোড় নয়, শহীদ দিবস নিয়ে তৃণমূলকে কটাক্ষ কংগ্রেসের

কলকাতা: ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে আমন্ত্রণ না পেয়ে শনিবার কলকাতার বিধান ভবনে আলাদাভাবে শহীদ দিবস পালন করলো রাজ্য কংগ্রেস নেতৃত্ব।

এদিন উপস্থিত ছিলেন, রাজ্য কংগ্রেসের সব শীর্ষ নেতা।

সেখানে কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য নাম না করে শহীদ দিবস পালনের নামে ‘বিজয় উৎসব আর হুল্লোড়’ করার অভিযোগ আনলেন তৃণমূলের বিরুদ্ধে।

তিনি বলেন, “২১ জুলাইয়ের শহীদ দিবস একটি দুঃখের দিন। সেদিন পুলিশের গুলিতে অকালে ঝরে গিয়েছিল, ১৩টি অমূল্য প্রাণ। তাই এই দিনটিতে হই-হুল্লোড় বা বিজয় উত্‍সব না করে গুরুগম্ভীর পরিবেশে শহীদদের স্মরণ করতে চায় কংগ্রেস। ”

একই সঙ্গে ২১ জুলাই নিয়ে বর্তমান সরকারের আমলে গঠিত তদন্ত কমিশনের কাজ কতটা যথাযথভাবে সম্পন্ন হবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

এদিন কংগ্রেস দফতরে মিডিয়ার মুখোমুখি হয়ে প্রদীপ ভট্টাচার্য বলেন, “১৯৯৩ সালের ২১ জুলাই যারা পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন, তারা কেউ তৃণমূল ছিলেন না। তখন তৃণমূলের জন্মই হয়নি। ”

তিনি আরো বলেন, “কংগ্রেসের পতাকা হাতে মহাকরণ অভিযানে অংশ নিয়ে পুলিশের গুলিতে প্রাণ যারা হারিয়েছিলেন, তারা সকলেই ছিলেন কংগ্রেসের সমর্থক। তখন মমতা বন্দ্যাপাধ্যায় ছিলেন যুব কংগ্রেস নেত্রী। সেই মিছিল ছিল যুব কংগ্রেসের। ”

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।