ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে প্রথম বাঙালি রাষ্ট্রপতি!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১২
ভারতে প্রথম বাঙালি রাষ্ট্রপতি!

নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টা৷ রাইসিনা রেসের শেষ ল্যাপ। রোববার দুপুরের মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে বিজয়ে মালা গলায় পরতে চলেছেন প্রথম একজন বঙ্গসন্তান।

বীরভূমের কীর্ণাহারের গ্রামের পল্টু(প্রণব মুখার্জি) ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছেন।

রোববার সকাল ১১টা থেকে গণনা শুরু হয়েছে৷ মোট ২৭টি ব্যালট বাক্স৷ ভারতের বিভিন্ন রাজ্য থেকে শুক্রবারই রাজধানীতে এসেছে ২৬টি বাক্স ৷একটি বাক্স সংসদভবনে রাখা ছিল৷

নিয়মানুসারে, ব্যালট বাক্স খুলে প্রথমেই বৈধ ব্যালটগুলোকে আলাদা করে নেওয়া হবে৷ দেখা হবে প্রণব মুখার্জি এবং পূর্ণ অ্যাজিটক সাংমা, কার পক্ষে কত ভোট পড়েছে৷

এরপর গণনা করা হবে প্রাপ্ত ভোটমূল্যের৷ তারপর ঘোষণা৷ রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোট সংখ্যা ১০ লাখ ৯৮ হাজার ৮৮২টি৷ জিততে দরকার ৫ লাখ ৪৯ হাজার ৪৪২টি ৷

যেহেতু, এবার প্রার্থী মাত্র ২জন এবং প্রায় সত্তর শতাংশ ভোটারই ইউপিএ প্রার্থীকে সমর্থন করবেন বলে ঘোষণা করেছেন, তাই প্রণবের পক্ষে ম্যাজিক ফিগার পৌঁছতে কোনও অসুবিধাই হবে না।

২৫ জুলাই শপথগ্রহণ অনুষ্ঠান। সেদিন তাকে শপথবাক্য পাঠ করাবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

ব্রিটেন থেকে পাওয়া সাংবিধানিক রীতিনীতি মেনে ৩৪০টি কক্ষ বিশিষ্ট রাইসিনা হিলসে ওই দিন পা ফেলবেন কীর্ণাহারের ব্রাহ্মণ।

প্রটোকল অনুযায়ী, ২৫ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনে ফিরে বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা পাটিল তাঁর ‘স্টাডি-রুমে’ (রাষ্ট্রপতির কার্যালয়ের কক্ষে) প্রণব মুখার্জিকে নিয়ে যাবেন।

এরপর রাষ্ট্রপতির ফিটন গাড়িতে চড়িয়ে প্রতিভা পাটিলকে তার ২নম্বর তুঘলক রোডের বাসভবন পর্যন্ত পৌঁছে দিয়ে আসবেন নয়া রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

এদিকে, তার নির্বাচিত হওয়ার প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেওয়ার জন্য কলকাতাসহ ভারতের প্রতিটি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার শুরু করছে সকাল থেকেই।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।