ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভোটে হেরে আদালতে যাবেন সাংমা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২

নয়াদিল্লি : ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে হেরে এবার প্রণব মুখার্জির বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার কথা ভাবছেন পূর্ণ অ্যাজিটক সাংমা।

রোববার নির্বাচনের ফলাফল প্রকাশের পর জয়ী ইউপিএ প্রার্থী প্রণব মুখার্জিকে অভিনন্দন জানালেও, গোটা নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে সরব সাংমা।



তার অভিযোগ, প্রণব মুখার্জিকে জয়ী করতে বিভিন্নভাবে চাপ তৈরি করেছে ইউপিএ।

বস্তুত, ভোটের আগেই প্রণব মুখার্জির মনোনয়ন বাতিল চেয়ে মরিয়া চেষ্টা করেছিলেন মেঘালয়েরে এ উপজাতি নেতা।

অভিযোগ আনা হয়- কলকাতার আইএসআই-এর চেয়ারম্যান পদ থেকে বিধিসম্মতভাবে ইস্তফা দেননি কীর্ণাহারের ব্রাহ্মণ সন্তান। এমনকী পদত্যাগপত্রে প্রণবের সই জাল বলেও অভিযোগ আনেন সাংমা।

কিন্তু সাংমার সেই অভিযোগ খারিজ করে দেন রিটার্নিং অফিসার। এবার এ ব্যাপারে সুপ্রিম কোর্টের দারস্থ হতে পারেন বলে জানিয়েছেন সাংমা।

রাষ্ট্রপতি ভোটে পরাজয়ের পর শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সোমবার সহযোগীদের সঙ্গে বৈঠকে বসছেন পি এ সাংমা।

বাংলাদেশ সময় : ১১৪৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২
আরডি/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর     
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।