ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গুয়াহাটি ছাত্রী নিগ্রহ: মূল অভিযুক্তের খোঁজ হাওড়ায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২

কলকাতা: আসামের গুয়াহাটির প্রকাশ্য সড়কে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে নিগ্রহের ঘটনায় মূল অভিযুক্ত অমর জ্যোতি কালিতার খোঁজ মিলেছে কলকাতায়।

প্রশাসনের একটি সূত্রের দাবি, ছাত্রী নিগ্রহের ঘটনায় মূল অভিযুক্তের সন্ধান মিলেছে হাওড়া রেলস্টেশনে।

স্টেশনের সিসিটিভি ক্যামেরায় অমর জ্যোতির সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর। খুব শিগগিরই অভিযুক্তের সম্পর্কে খোঁজ-খবর দেওয়ার জন্য আসাম পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা হবে বলে জানা গেছে।

সূত্রের দাবি অনুযায়ী, গত ৩ দিন আগে হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজে কালিতার সন্ধান মিলেছে।

গুয়াহাটি কাণ্ডের অন্যতম এই অভিযুক্ত অমর জ্যোতি কালিতা গত ৯ জুলাই থেকে পালিয়ে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ, ওই দিনের ঘটনায় সে নেতৃত্ব দিয়েছিল। এমনকি ওই দিন যে লাল টিশার্ট পরে জঘন্য কাণ্ডটি ঘটিয়েছিল, সেই ছবি ফেসবুকে পোস্ট করে কালিতা। ফেসবুকে নিজের প্রোফাইলে ‘জেমস বন্ড’ বলে পরিচয় দিয়েছে নিজেকে।

উল্লেখ্য, কালিতাকে খুঁজতে সারা ভারত চষে বেড়াচ্ছে আসাম পুলিশ। তার খোঁজে দেশের বিভিন্ন সংবাদ চ্যানেলে ফলাও করে ফটো ছেপে প্রচার চালানো হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমাণ ছিল, কালিতা হয় মুম্বাই অথবা উড়িষ্যায় লুকিয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২
আরডি/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।