ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা থেকে পি এ সাংমা পেলেন ১ ভোট

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : যা স্থির ছিল, তাতে রাষ্ট্রপতি পদ প্রার্থী পি এ সাংমার কোনো ভোট পাবার কথা ছিল না ত্রিপুরা রাজ্যে। কিন্তু তারপরও ত্রিপুরা থেকে একটি ভোট পেলেন তিনি।



এ ঘটনা রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করেছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ত্রিপুরার ৬০ জন বিধায়কের মধ্যে ৫৭ জন ভোট দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সিপিআই এবং আরএসপি বিধায়করা ভোট দেন নি।

রাজ্যে সিপিআই বিধায়ক রয়েছেন ১ জন এবং আরএসপি বিধায়ক রয়েছেন ২ জন।
বাকি ৫৭ জন ভোট দেন প্রনব মুখার্জির পক্ষে। এটাই ঠিক ছিল। কিন্তু ব্যালটবাক্স খোলার পর দেখা যায়, প্রণব মুখার্জি ৫৭টি ভোটই পাননি। পেয়েছেন ৫৬টি ভোট। কোনো একজন বিধায়ক ক্রস ভোটিং করেছেন। দলের সিদ্ধান্ত না মেনে পি এ সাংমাকে ভোট দিয়েছেন।

যে ৫৭ জন ভোট দেন তাদের মধ্যে ৪৬ জন সিপিএমের বিধায়ক, ১০ জন কংগ্রেস বিধায়ক এবং ১ জন কংগ্রেস সহযোগী দলের বিধায়ক। তাদের সবারই ভোট দেবার কথা ছিল প্রণব মুখার্জির পক্ষে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।