ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাবার ছাড়া লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন প্রণব পুত্র অভিজিৎ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান প্রণব-পুত্র অভিজিৎ মুখার্জি৷ মোবাইলে এসএমএসের মাধ্যমে সেরকমই প্রস্তাব তিনি পাঠিয়েছেন মুর্শিদাবাদ কংগ্রেসের জেলা সভাপতি অধীর চৌধুরীকে৷

এ প্রসঙ্গে অধীর চৌধুরীর বক্তব্য, মুর্শিদাবাদের জেলা কংগ্রেস সভাপতি হিসেবে এ প্রস্তাবে তার কোনো আপত্তি নেই ৷

আবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ‘একলা চলো’ নীতি নিয়ে মঙ্গলবার অধীর চৌধুরী বলেছেন, তৃণমূলের সমর্থন না পেলে তাদের বয়েই গেছে। মুর্শিদাবাদে সব সময়ই ত্রিমুখী লড়াই হয়৷ তাই পঞ্চায়েত নির্বাচনে মমতা ব্যানার্জির সমর্থন না পেলেও তাদের কিছু যায় আসে না৷

গত ২১ জুলাই শহীদ দিবসের মঞ্চে ‘একলা চলো’র ডাক দেন তৃণমূল-কংগ্রেসের জোট সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কেন্দ্রে জোট-বার্তা দিলেও রাজ্যে পঞ্চায়েত ভোটে একা লড়ার ডাক দেন তৃণমূল নেত্রী।

অধীর আরো বলেন, ২০০৪ লোকসভা নির্বাচনে তাদের অনুরোধে জঙ্গিপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন প্রণব মুখার্জি৷ এ আসনে উপ-নির্বাচন হলে অভিজিৎ মুখার্জির জিততে কোনো সমস্যা হবে না৷

বর্তমানে বীরভূমের নলহাটির বিধায়ক অভিজিৎ৷ তবে জঙ্গিপুর কেন্দ্রে তার প্রার্থিতা নিয়ে দলের হাইকমান্ড এখনও কোনো মতামত জানায়নি৷

রাজনৈতিক মহলের ধারণা, রাষ্ট্রপতি পদে প্রণবের শপথ গ্রহণ হয়ে গেলে নির্বাচন কমিশন থেকে জঙ্গিপুরে উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি আসার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড৷

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।