ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চাকরির দাবিতে পথে নামলেন বেকার যুবক-নারী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : চাকরির দাবিতে এবার পথে নামলেন রাজ্যের শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক নারীরা। মঙ্গলবার রাজ্যের রাজধানীতে তারা মিছিল সমাবেশ করেন।



২০০২ সালে শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-নারীদের যারা অস্নাতক তাদের চাকরি দেবার ঘোষণা দেয় রাজ্য সরকার।

এর ভিত্তিতে নেয়া হয় ইন্টারভিউ। কিন্তু চাকরি দেয়া হয় নি। এরপর আরও কয়েকবার একই পদের জন্য ইন্টারভিউ নেয়া হলেও অস্নাতক বেকারদের চাকরি হয় নি।

এরই প্রতিবাদে তারা এখন আন্দোলনমুখী।

ভোটের কয়েক মাস আগে রাজ্যের বেকারদের এ ধরনের আন্দোলন চিন্তায় ফেলেছে রাজ্য সরকারকে।
দীর্ঘদিন ধরেই অস্নাতক পদে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছিল রাজ্যের বিটি প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক নারীরা। মঙ্গলবার রাজধানীর জগন্নাথ বাড়ি থেকে বিটি প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা  বিক্ষোভ মিছিল বের করেন।

শিক্ষা কর্মকর্তার নিকট দেখা করে তাদের সাত দফা দাবি সনদ তুলে দেন। যদিও বেকারদের বিক্ষোভ মিছিল আইজিএম চৌমুহনীতে এলে পুলিশ গতিরোধ করে।

সেখান থেকে সংগঠনের সম্পাদক সম্রাট দেববর্মার নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি দল শিক্ষাককর্মকর্তা দিলীপ আচার্য্যর নিকট স্মারকলিপি প্রদান করে। এদিকে সম্পাদক সম্রাটদেব বর্মা জানান বারবার মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা কমিশনারের সাথে দেখা করা সত্যেও রাজ্য সরকার কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে চাকরী প্রদানে টালবাহানা করছে।

অতি সত্বর লিখিত  প্রতিশ্রুতি   না  দিলে  আগামী  দিনে  সংগঠন  বৃহত্তর  আন্দোলনে   নামবে। জাতীয়  সড়কে   চাক্কা  জ্যাম  এবং  আমরণ  অনশনের  মত  কর্মসূচি গ্রহণ  করা  হবে বলে  জানান তিনি।

বাংলাদেশ সময় : ২০০৭ ঘন্টা, জুলাই ২৪, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।