ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তমকুমার স্মরণে চলচ্চিত্র সম্মাননা পুরস্কার দিলেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২

কলকাতা: মহানায়ক উত্তমকুমারের ৩৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে বিশিষ্টজনদের পুরস্কৃত করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

মঙ্গলবার বিকেল ৫টায় সায়েন্স সিটিতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িতদের এ পুরস্কার প্রদান করা হয়।



রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুষ্ঠানে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন।

সারাজীবনের কাজের স্বীকৃতি হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় ও সুপ্রিয়া চৌধুরীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয় ‘মহানায়ক ২০১২’ সম্মান। এছাড়াও আরও ৪৩ জন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীকেও সম্মান জানানো হয়। ৫ জন শিল্পীকে রাজ্য সরকারের তরফে মাসিক ৫ হাজার রুপি পেনশন দেওয়ার ঘোষণাও করা হয়৷

মুখ্যমন্ত্রী বললেন, “যে সব চলচ্চিত্র শিল্পী-কলাকুশলীকে দেখাশোনা করার কেউ নেই, তাদের পাশে থাকবে সরকার৷”

পুরস্কার নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই ধরনের অনুষ্ঠান আগে হয়নি৷ তবে মৃণাল সেনকে দেখতে পেলে ভালো লাগত৷”

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।