ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ সহ ৭ রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১২

কলকাতা:ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। তবে সারা ভারতে নয়।

পশ্চিমবঙ্গ সহ ৭টি রাজ্যে বাড়ানো হয়েছে পেট্রোল-ডিজেলের দাম। অন্যদিকে ১১টি রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম কমানো হয়েছে। একই সঙ্গে ১২টি রাজ্যে কমেছে রান্নার গ্যাসের দাম।

রান্নার গ্যাসের দাম কমা রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। এখানে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম কমেছে ৪ রুপি। ফলে কলকাতাসহ গোটা রাজ্যে এখন প্রতি সিলিন্ডার গ্যাসের দাম হল ৪০১ রুপি।

তবে রাজ্যে লিটার পিছু ডিজেলের দাম বেড়েছে ৯২ পয়সা। ফলে এখন কলকাতায় এক লিটার ডিজেলের দাম ৪৪ রুপি ৬৬ পয়সা। পেট্রোলে লিটার প্রতি ২ রুপি ৫২ পয়সা দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৬ রুপি ১৪ পয়সা।

রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, অপরিশোধিত তেলের প্রবেশ কর, বিক্রয় করে সারচার্জসহ ৭টি রাজ্যের স্থানীয় করে কিছু পরিবর্তন হয়েছে। অপরদিকে কর্ণাটক, গোয়া, গুজরাত, উড়িশাসহ ১১টি রাজ্যে কমেছে পেট্রোল-ডিজেলের দাম।

এদিকে, গত সপ্তাহে পেট্রোলের মূল্য বৃদ্ধিতে রেগেই ছিলেন জোট সঙ্গী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এরপরে আবার পেট্রোলের দাম বাড়ায় তিনি হুমকি দিয়েছেন ইউপিএ সরকারকে, “রাজনৈতিক সংঘর্ষের পথে যেতে আমাদের প্ররোচিত করবেন না, তেলের দাম না কমালে আমরা রাস্তায় নামবো। ”

তিনি বলেন, ‘সরকারের পরিস্থিতি ক্ষতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমি সকালে দিল্লিতে ছিলাম… কারও কাছে কোনও খবর ছিল না। এইভাবে সরকার চলতে পারে? আমি খুব ব্যথিত। এটা দুর্ভাগ্যজনক। এভাবে চললে আমরা সংঘাতের পথে যেতে বাধ্য হব। ’

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, ‘পেট্রোলের দামের ক্ষেত্রে রাজ্য এক পয়সাও বাড়ায় নি। কেন্দ্রীয় সরকার এক পয়সা দেয়নি, সুদও মুকুব করে নি। মরার ওপরে খাঁড়ার ঘা! তারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে। আর রাজ্যকে দোষারোপ করছে। ’

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।