ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : রাজ্যের সর্বত্র দিনটি উদযাপন করছেন রাজ্যের মুসলিমরা। রোববার পশ্চিম আকাশে ঈদের চাঁদ দেখা যায়।



ঈদ উপলক্ষে সোমবার রাজ্যে সরকারী ছুটি। এদিন সকালে রাজধানীর গেদু মিয়ার মসজিদে নামাজে অংশ নেন হাজার ধর্মপ্রাণ মানুষ।

মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং রাজ্যপাল ডি ওয়াই পাতিল ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পৃথক পৃথক বিবৃতিতে তারা বলেছেন, ঈদ উপলক্ষে আনন্দ করার পাশাপাশি শান্তি সম্প্রীতি এবং ঐক্য রক্ষাতেও যেন সবাই যূথবদ্ধ হন।

সকালে আখাঊড়া চেকপোস্টে বিএসএফ এবং বিজিবি সদস্যরা মিলিত হয়ে ঈদ উপলক্ষে একে অন্যকে শুভেচ্ছা জানান। করেন মিষ্টি ও ফল বিতরণও।

বাংলাদেশ সময় : ১৩২৭ ঘণ্টা, আগষ্ট ২০, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর     
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।