ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জম্মুতে অমরনাথ তীর্থযাত্রীদের ট্রাক খাদে, নিহত ১৬

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২

নয়াদিল্লি: ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অমরনাথ তীর্থযাত্রীদের ট্রাক উল্টে খাদে পড়ে ১৬জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১৬ তীর্থযাত্রী।

 

ঘটনাটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির মধ্যে ৩৪জন তীর্থযাত্রী ছিলেন। তারা প্রত্যেকেই অমরনাথ তীর্থযাত্রীদের রান্নার সঙ্গে যুক্ত ছিল।
ট্রাকটি ৩৪জন তীর্থযাত্রীকে নিয়ে অমরনাথ থেকে ফিরছিল। সেসময় হঠাৎই ট্রাকটি পিছলে গিয়ে জম্মু থেকে ৫০ কিলোমিটার দূরে, সাম্বা জেলার কাছে একটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে, ঘটনাস্থলে উদ্ধারকাজের জন্য সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সেনাবাহিনী, পুলিশ এবং বিএসএফ জওয়ানরা। ঘটনায় গুরুতর আহত ১৬জন তীর্থযাত্রীকে সঙ্গে সঙ্গে জম্মুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৯জন। আর ৭ জনকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মারা যান। দুজন তীর্থযাত্রী, যাদের আঘাত বেশি গুরুতর ছিল না, তাদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি মাসে অমরনাথ যাত্রা পথের এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে ১৪জুলাই, যখন অমরনাথ দর্শন করে ফিরছিলেন একদল তীর্থযাত্রী, জম্মু-শ্রীনগর জাতীয় -সড়ক পথের কাছে তাদের বাসটি খাদে পড়ে যায়। সেই ঘটনায় ১৫জন নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।