ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিদ্যুৎ বিপর্যয়: পশ্চিমবঙ্গে কয়লাখনিতে আটকা পড়েছে কয়েকশ’ শ্রমিক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
বিদ্যুৎ বিপর্যয়: পশ্চিমবঙ্গে কয়লাখনিতে আটকা পড়েছে কয়েকশ’ শ্রমিক

কলকাতা: ভারতের ১৯টি রাজ্যে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পশ্চিমবঙ্গের বারদোন জেলার একটি কয়লা খনিতে কয়েকশ’ শ্রমিক আটক পড়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন।



রাজধানী কলকাতায় তিনি সংবাদিকদের বলেন, “আমরা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছি। বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। মাটির নিচে আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করতে বিদ্যুতের প্রয়োজন। ”

তিনি জানান, কলকাতা থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বারদোন জেলার কয়লা খনিতে কয়েকশ’ শ্রমিক আটকা পড়েছে। খনিটি সরকারি মালিকানার ইস্টার্ন কোলফিল্ড লি. পরিচালনা করে বলে জানান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত সোমবার থেকে ভারতের অর্ধেক অঞ্চলজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় চলছে। মঙ্গলবার ১৯টি রাজ্যের ৬০ কোটি মানুষ ভোগান্তিতে পড়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।