ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিং পাহাড়ে জিটিএ-র যাত্রা শুরু

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১২
দার্জিলিং পাহাড়ে জিটিএ-র যাত্রা শুরু

শিলিগুড়ি: নতুন যাত্রার সূচনা হল দার্জিলিং পাহাড়ে। গোর্খা পার্বত্য পরিষদ ভেঙে কাজ চলা শুরু করল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন।



শনিবার দার্জিলিং শহরের চৌরাস্তায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিমল গুরুং-সহ জিটিএ-র ১৪ জন এগজিকিউটিভ ও নির্বাচিত সদস্যরা শপথ নিলেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের উপস্থিতিতে শনিবার সকাল পৌনে এগারোটা নাগাদ দার্জিলিং চৌরাস্তায় শুরু হয় জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠান।

জিটিএ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পদে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল এম কে নারায়ণন।

অন্যান্য মন্ত্রী ও শীর্ষস্থানীয় সরকারি আধিকারীকদের সঙ্গে মঞ্চে হাজির ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ যশবন্ত সিংও।

পাহাড়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন-এর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারই দার্জিলিং পৌঁছোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। মুখ্যমন্ত্রীর সঙ্গেই দার্জিলিং পৌঁছান রেলমন্ত্রী মুকুল রায়, রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব সমর ঘোষ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং।

সন্ধ্যায় দার্জিলিংয়ের এক হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন মোর্চার সভাপতি বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরি। ওই হোটেলেই মোর্চা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। পরে শিন্ডে জানান, দার্জিলিংয়ের উন্নয়নের জন্য রাজ্য ও জিটিএকে সবরকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।

জিটিএর ৪৫টি আসনের সবক`টিতেই জয়ী মোর্চা। তারমধ্যে ২৮টি আসনে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। ৪৫ জন নবনির্বাচিত সদস্যকে নিয়ে শুক্রবার বৈঠকে বসে গোর্খা নেতৃত্ব। সেখানেই জিটিএ-র চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে মনোনীত হন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো। জিটিএ-র চেয়ারম্যান হিসেবে মনোনীত হন প্রদীপ প্রধান।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।